ফিট ইন্ডিয়া স্লোগান নিয়ে সাইকেল র‍্যালি প‍্যাটেলনগরে

18th January 2020 বীরভূম
ফিট ইন্ডিয়া স্লোগান নিয়ে সাইকেল র‍্যালি প‍্যাটেলনগরে


 Fit India র ওপর একটি সাইকেল র‍্যালি করলো ভোরাই নামের একটি সামাজিক সংগঠন। ভারত সরকারের নেহরু যুবকেন্দ্রের সহযোগিতা মিছিলটি সম্পন্ন হয় । এদিন প্যাটেলনগর থেকে বি.ডি.ও অফিসের রাস্তা দিয়ে আঙ্গারগড়িয়া মোড় পর্যন্ত সাইকেল মিছিলটি হয় । আদিবাসী সমাজের মানুষরা লাগড়া-মাদল নিয়ে মিছিলটির নেতৃত্ব দেন ।এছাড়াও ছাত্রছাত্রীদের সঙ্গে  সাইকেল র‍্যালিতে অংশ নেন মহঃ বাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আশীষ মন্ডল । সংগঠনের সদস্য মেনকা হাঁসদা জানায় আমরা প্রতিদিন‍ই মোটরচালিত বি‍ভিন্ন যানে যাতায়াত করি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে একদিন না হয় আমরা আমাদের শরীরকে সুস্থ আছে কিনা দেখার জন্য দুই কিলোমিটার সাইকেলে যাতায়াত করলাম । বি.ডি.ও আশীষ মন্ডল জানান আমরা আদিবাসী সমাজের সঙ্গে আজ সাইকেলে করে যাতায়াত করে সকলের উদ্দেশ্যে বল‍লাম Fit India. । 

                 ছবি - মহঃ আজহারউদ্দিন





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।